The Vanishing (2018) Bangla Subtitle
নামঃ The Vanishing (2018) ধরণঃ Drama, Mystery, Thriller অভিনয়েঃ Gerard Butler, Peter Mullan, Connor Swindells, Søren Malling, Ólafur Darri Ólafsson, Gary Lewis, Ken Drury, Roderick Gilkison, Emma King, John Taylor and more... রেটিংঃ IMDB 5.9 ট্রেইলারঃ কাহিনী সংক্ষেপঃ স্ক টল্যান্ডের উপকূল থেকে প্রায় বিশ মাইল দূরে এক জনমানব শূন্য দ্বীপে তিনজন লোক বাতিঘরকে পাহারা দিতে ছয় সপ্তাহের জন্য কাজে যায়। থমাস, জেমস আর ডোনাল্ড তাদের প্রতিদিনের কাজের সাথে স্বাভাবিক ভাবেই দিন কাঁটাতে থাকে। কিন্তু বেশিদিন সেই শান্তি টিকতে পারে না। অপ্রত্যাশিতভাবে মহামূল্য কিছু তাদের দ্বীপে এসে ভিড়ে। কোথা থেকে আসলো আর মালিকই বা কে এই প্রশ্ন যখন নিজেদের করতে থাকে, ঠিক দূরেই তখন আরেকটি নৌকা তারা দেখতে পায়। একদিকে ওই জিনিসের লোভ আরেক দিকে অপরিচিত মানুষ। তারা ভালো করেই জানে যে বাসায় ফিরে গেলে সবাই তাদের সন্দেহ করবে, আবার এদিকে এতো দামী জিনিসের মায়াও ছাড়তে পারছে না। তার উপর অন...