Posts

Showing posts from July, 2021

Virumandi (2004) Bangla Subtitle

Image
📼 মুভির নাম: Virumandi 📅 মুক্তি: ১৪ই জানুয়ারি, ২০০৪ মার্চ 📽️ জনরা: অ্যাকশন, ড্রামা, থ্রিলার 🔠 ভাষা: তামিল 🧾 অনুবাদ: মুহাম্মদ নাজমুল হাসান (Team BsmBD) 📈 আইএমডিবি: ৮.৩/১০ 💬 গুগল ইউজার: ৯৪% লাইক 🎬পরিচালক: Kamal Haasan 👩‍👩‍👧‍👧 অভিনয়েঃ Kamal Haasan, Abhirami, Pasupathy, Napolean, Bala Singh, Nassar, Chief Jailor Jayanth, Rohini and more... 🧾কাহিনী সংক্ষেপ: অ্যাঞ্জেলা জেমস নামের এক সাংবাদিক ফাঁসির উপরে রিপোর্ট করতে এক থানায় যায়। ভারত থেকে ফাঁসি উঠিয়ে দেওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যায়। কারণ, অনেকের ধারণা, সৃষ্টিকর্তা এই প্রাণ দিয়েছেন, আর কেড়ে নেওয়ার ক্ষমতা একমাত্র তারই আছে। স্বাভাবিক মৃত্যু ছাড়া সব মৃত্যুই খুন। তাই, অন্য কারও এই অধিকার নেই। Kamal Haasan এর নিজের পরিচালনায় নিজেই নাম ভূমিকায় অভিনয় করেছেন। Kamal Haasan এর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছুই নেই। ১৯টি ফিল্মফেয়ার পুরস্কার আর ৪টি জাতীয় পুরষ্কার পেয়েছেন, যা ভারতের আর কোনও অভিনেতা পায়নি। মুভির বানানোর সময় অনেককিছুই সত্যিকারের ব্যবহার করেছিলেন। এই মুভি একসাথে ৪২৫ টি সিনেমা হলে রিলিজ পায়। তামিল মুভি হ...