Posts

Showing posts from August, 2021

Ramarjuna (2021) Bangla Subtitle

Image
📼 মুভির নাম: Ramarjuna 📅 মুক্তি: ২৯শে জানুয়ারি, ২০২১ মার্চ 📽️ জনরা: অ্যাকশন, রোমান্টিক 🔠 ভাষা: কন্নড় 🧾 অনুবাদ: মুহাম্মদ নাজমুল হাসান (Team BsmBD) 📈 আইএমডিবি: ৬.৬/১০ 💬 গুগল ইউজার: ৯৪% লাইক 🎬পরিচালক: Aneesh Tejeshwar 👩‍👩‍👧‍👧 অভিনয়েঃ Anish Tejeshwar, Nishvika Naidu, Rangayana Raghu, Bala Rajwadi, Ravi Kale and more... 🧾কাহিনী সংক্ষেপ: বীমা কোম্পানির এজেন্ট রাম সবাইকে বীমা পলিসি নেওয়ার জন্য অনুরোধ করে। তাদের অবর্তমানে তাদের পরিবারের সবাই যে আর্থিকভাবে সমস্যায় পড়বে না, সেই কথা বুঝাতে থাকে। সে তার বস্তির লোকদের স্বাস্থ্য, লেখাপড়াসহ বাকি সবকিছুর দেখভাল করে। এমনকি সে তার এলাকার লোকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ফ্রি ডাক্তারেরও ব্যবস্থা করে দেয়। বস্তির লোকদের উঠিয়ে ওই জায়গা দখল করে বিল্ডিং তোলার জন্য, বস্তির সবাইকে উচ্ছেদের ব্যবস্থা করা হয়। কিন্তু রাম তাতে বাঁধা দেয়। কিন্তু হঠাৎ এক রাতে তার বস্তির ২০জনকে খুন করা হয়। কে বা কারা খুন করে, কিছুই সে বুঝতে পারে না। সাবটাইটেল ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করে পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন। এরপর উপরের ডান পাশে SKIP ADD ক্লিক করুন। ...