Posts

Showing posts with the label Beauty and the dogs (2017) Bangla Subtitle

Beauty and the Dogs (2017) Bangla Subtitle

Image
নামঃ         Beauty and the Dogs (2017) ধরণঃ        Crime, Drama, Thriller ভাষাঃ        Arabic অভিনয়েঃ  Mariam Al Ferjani, Ghanem Zrelli, Noomen Hamda, Mohamed Akkari, Chedly Arfaoui, Anissa Daoud, Mourad Gharsalli and more... রেটিংঃ        IMDB 7.0 ট্রেইলারঃ কাহিনী সংক্ষেপঃ সত্য কাহিনীর উপর নির্মিত এই মুভিটা এক রাতের গল্প। কয়েকটা পর্বে ভাগ করা এক রাতের এই গল্প শেষ হয় ভোরের আলো দিয়ে। এই সামান্য সময়েই দেখা যায় আমাদের সমাজের Beauty আর Dog- দের।  তিউনিশিয়ার ছাত্রী মারিয়াম এক পার্টির আয়োজন করে। সেখানে তার ভালো লাগে ইউসুফ নামের এক লোককে। কথা বলতে বলতে তারা হোটেলের পাশের সমুদ্র সৈকতে হাঁটতে যায়। কিন্তু এর পরের সিকোয়েন্সেই পাল্টে যায় সব। রক্ষকই যখন ভক্ষক হয়ে উঠে, তখন সাধারণ মেয়েদের আর কোনো উপায় থাকে না। কিন্তু ২১ বছরের মারিয়াম তার আশা বা অধিকার কোনোভাবেই ছাড়তে রাজি হয় না। পারিবারিক সম্মান, সমাজের কটু কথা সবকিছুকে তুচ্ছ করে আদায় করতে চায় তার...