Ordinary Person (2017) Bangla Subtitle
নামঃ Ordinary Person (2017) ধরণঃ Action, Crime, Drama ভাষাঃ South Korean রান টাইমঃ 02:01:34 অভিনয়েঃ Yoon-So Choi, Hee Sun Chung, Hyuk Jang, Man-sik Jeong, Seung-Hyeon Ji, Dal-hwan Jo, Do-Yeob Kim, Sang-ho Kim, Won Hee Lee, Ji-il Park and more... রেটিংঃ IMDB 5.8 ট্রেইলারঃ কাহিনী সংক্ষেপঃ উদ্যমি এক ডিটেকটিভ সাং-জিন, স্ত্রী আর ছেলেকে নিয়ে তার পরিবার। তার স্বপ্ন থাকে তার একটা দোতলা বাড়ি থাকবে, ছেলেকে সেনাবাহিনীর জেনারেল বানাবে। একদিন এক পেশাদার খুনি তাই-সাংকে ধরে ফেলে। যাকে কিনা দক্ষিণ কোরিয়ার প্রথম পেশাদার খুনি হিসেবে সন্দেহ করা হয়। এই ঘটনার কারণে, সাং-জিন এক গোপন অভিযানে জড়িয়ে পড়ে। এদিকে, সংবাদপত্রের প্রতিবেদক জাই-জিন তাই-সাং এর মামলাটি নিয়ে সন্দেহজনক কিছু একটা বুঝতে পারে। সে সুপারিশ করে যাতে সাং-জিনকে মামলা থেকে সরিয়ে নেয়া হয়। কিন্তু সাং-জিনের কাছে এই মামলায় জড়ানো ছাড়া আর কোনও উপায় থাকে না। তার ছেলের পায়ের চিক...