Sindhubaadh (2019) Bangla Subtitle
📡 মুভির নামঃ Sindhubaadh (2019) 📽️ জনরাঃ Action, Crime, Thriller 🌏 ইন্ডাষ্ট্রিঃ তামিল। 🧭️ রানটাইমঃ ২ ঘন্টা ১২ মিনিট ১৩ সেকেন্ড 📈 আইএমডিবিঃ ৫.২/১০ 🇧🇩 অনুবাদঃ মুহাম্মাদ নাজমুল হাসান 🎬 অভিনয়েঃ Vijay Sethupathi, Anjali, Linga, Vivek Prasanna, Surya Vijay Sethupathi and more… 📽️ ট্রেইলারঃ 🧾কাহিনী সংক্ষেপঃ মানিব্যাগ আর মোবাইল চুরির মোট ছোটখাট চোর থিরু। এসব কাজে তার সহযোগী হলো সুপার। চুরি করা আর মিথ্যা কথা বলাই নিয়েই কাটতে থাকেন তাদের দিনকাল। একমধ্যে হঠাৎ করে দেখা হয় ভ্রমরার সাথে। দেখেই তার প্রেমে পড়ে যায় থিরু। ভ্রমরার পরিবার এক চোরের সাথে তার প্রেমকে মেনে নেয় না। অন্যদিকে থিরুরও অন্য কাজ ভালো লাগে না। ভ্রমরাকে কাজের উদ্দেশ্যে যেতে হয় মালয়েশিয়ায়। সেখানে গিয়ে সে পরে এক ভিন্ন পরিবেশে। খুব দ্রুতই বুঝতে পারে, সে এক মহাবিপদের মধ্যে পড়েছে। সাহায্য চায় থিরুর কাছে। কিন্তু থিরু কখনো বিদেশে যায়নি, বিদেশের কাউকেও সে চেনে না। কী করবে বুঝতে পারে না। বাংলা সাবটাইটেল ডাউনলোড করুন ফেসবুক গ্রুপে যোগ দিতে