Posts

Showing posts with the label The Warning (2018) Bangla Subtitle

The Warning (2018) Bangla Subtitle

নামঃ         The Warning (2018) ধরণঃ        Crime, Drama, Fantasy ভাষাঃ        স্পেন অভিনয়েঃ  Raúl Arevalo, Aura Garrido, Hugo Arbues, Bethlehem Cuesta, Antonio Dechent, Aitor Luna, Patricia Vico, Sergio Mur, Luis Callejo, Julieta Serrano, Antonio Durán 'Morris' and more... রেটিংঃ        IMDB 5.9 কাহিনী সংক্ষেপঃ ১০ বছর বয়সি নিকোকে তার স্কুলের বন্ধুরা একটা গ্যাসের দোকানে প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিন কিনতে বাধ্য করে। কিন্তু দোকানদারের কাছে ধরা খেয়ে একটা গেমের ম্যাগাজিন নিয়ে আসে। যার ভিতরে একটা কাগজে লেখা থাকে, "১২ই এপ্রিল ২০১৮ তারিখে তার জন্মদিনে ওই দোকানে গেলে সে মারা যাবে।" এদিকে, গণিতবিদ জনের বন্ধু সেই একই গ্যাসের স্টেশনে গুলিবিদ্ধ হয়। ঘটনা আরও জানতে গেলে বেরিয়ে আসে এক ভয়ংকর তথ্য। এর আগেও এই একই তারিখে আরও কয়েকবার একই ঘটনা ঘটে, আর কেউ না কেউ মারা যায়। আর প্রতিটা মৃত্যুর রয়েছে এক গাণিতিক খেলা। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করতে চায় না। সমস্ত ঘটনাগুলিকে একসাথে করার ...