100 (2019) Tamil Movie Bangla Subtitle


নামঃ          100 (2019)

ধরণঃ        Action

অভিনয়েঃ  Atharvaa Murali, Radha Ravi, Yogi Babu, Hansika Motwani, Saravanan, Cheenu Mohan, Nirosha, Aadukalam Naren, Mahanadhi Shankar, Sivakumar, Mime Gopi, Vijay Kumar, Harija, Kadhal Kannan and more...

রেটিংঃ       IMDB 6.9

ট্রেইলারঃ

কাহিনী সংক্ষেপঃ

সাত্তিয়া, এক তরুণ পুলিশ। যার স্বপ্ন থাকে পুলিশের চাকরি করে অনেক কিছুই করবে সে। কিন্তু সমস্যা হয়ে যায়, সে তার চাকরিতে জয়েন করার পর তাকে দেয়া হয় পুলিশের কন্ট্রোল রুমে। যে জায়গাটা তার একদমই পছন্দ না। তাকে বদলি করে অন্য কোথাও দেবার অনুরোধ করে। কিন্তু তার ওখানেই থাকতে হয়।

কন্ট্রোল রুমের জরুরি ফোন নাম্বার ১০০-তে বিভিন্ন ফোন রিসিভ করাই তার কাজ হয়। যে ফোনগুলো আসে তার মধ্যে বেশিরভাগই থাকে ফালতু ফোন। যা তার একদমই ভালো লাগে না। আর নতুন বলে তার সহকর্মীরাও তেমন একটা পাত্তা দেয়া না।

কিন্তু তার ১০০তম ফোনটা আসে এক মেয়ের কাছ থেকে, যাকে অপহরণ করা হয়েছে। সেই মেয়েকে খুঁজে বের করার জন্য বের হয়ে পরে। আর তখনই জানতে পারে কিছু অপ্রিয় সত্য। সে যা ভেবেছিলো, পরিস্থিতি তার থেকেও ঘোলাটে মনে হয়। সব বাঁধা পেরিয়ে তাকে উদ্ধার করতে হবে মেয়েটিকে। সে কি পারবে মেয়েটিকে উদ্ধার করতে….


Comments

Popular posts from this blog

Ramarjuna (2021) Bangla Subtitle

Lost In Translation (2002) Bangla Subtitle