Citizen X (1995) Bangla Subtitle
নামঃ Citizen X (1995)
ধরণঃ Biography, Crime, Drama
অভিনয়েঃ Donald Sutherland, Stephen Rea, Max von Sydow, Jeffrey DeMunn, Joss Ackland, Imelda Staunton John Wood
Joss Ackland, Ion Caramitru, András Bálint, Radu Amzulescu, Tusse Silberg, Ralph Nossek and more...
ট্রেইলারঃ
কাহিনী সংক্ষেপঃ
১৯৮০ সালে সোভিয়েত ইউনিয়নের খামারের পাশে এক জঙ্গলের ভিতর একটা লাশ পাওয়া যায়। সেই লাশকে ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হলে সেখানকার ফরেনসিক বিভাগের দায়িত্ব প্রাপ্ত বুরাকভের মনে সন্দেহ হয়। তার লোকজনকে সেই জঙ্গলে আবার পাঠায় কোনো প্রমাণ জোগাড় করতে। কিন্তু, সেখান থেকে তারা প্রমাণের বদলে নিয়ে আসে আরো অনেকগুলো লাশ।
সেখান থেকে বুরাকভের মনে সন্দেহ হয় যে এই কাজগুলো কোনো পেশাদার খুনীর বা সিরিয়াল কিলারের কাজ। কিন্তু তার উদ্ধর্তন কর্মকর্তারা সেই কথা একেবারেই নাকচ করে দেয় এই বলে যে "সোভিয়েত ইউনিয়নে কোনো সিরিয়াল কিলার নেই"।
কিন্তু একেরপর এক খুন হতেই থাকে, যাদের অধিকাংশরাই কম বয়স্কের মেয়ে। বুরাকভের উপর আসতে থাকে নানারকম চাপ। তাকে চাকরি থেকে বহিস্কার করার কথাও বলা হয়। এতো চাপ সহ্য করতে না পেরে সে ভেঙে পরে। কিন্তু প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক এই খুনিকে সে ধরবেই। এতো বাঁধা অতিক্রম করে সে কিভাবে ধরবে এই খুনিকে!
Comments
Post a Comment