No Date, No Signature (2017) Bangla Subtitle
নামঃ No Date, No Signature (2017)
ধরণঃ Drama, Mystery, Thriller
ভাষাঃ Persian
অভিনয়েঃ Navid Mohammadzadeh, Amir Aghaee, Hediyeh Tehrani, Zakieh Behbahani, Saeed Dakh, Alireza Ostadi and more...
রেটিংঃ IMDB 7.2
ট্রেইলারঃ
কাহিনী সংক্ষেপঃ
ফরেনসিক প্যাথলজিস্ট ডাঃ নারিমান এক মোটরসাইকেল চালকের সাথে গাড়ি দুর্ঘটনা ঘটায়। সেই দুর্ঘটনায় তার ৮ বছরের এক ছেলে আহত হয়। তিনি শিশুটিকে নিকটস্থ কোনও ক্লিনিকে নিয়ে যাবার প্রস্তাব দিলে, তার বাবা নিয়ে অস্বীকৃতি জানায়।
পরদিন সকালে, তারই হাসপাতালে সেই ছেলেটির লাশ ময়না তদন্তের জন্য নিয়ে আসে। কিন্তু ময়না তদন্তে জানা যায়, ছেলেটির মৃত্যুর কারণ খাদ্যে বিষক্রিয়ার জন্য।
ডাঃ নারিমনের মনে সন্দেহ হতে থাকে আসলে কী কারণে বাচ্চাটা মারা গিয়েছে। সে লাশ কবর থেকে তুলে আবারও ময়না তদন্ত করতে চায়। একাডেমী পুরস্কার না পেলেও ১৪টি পুরস্কার পাওয়া মুভির শেষটা খুবই চমকে ভরা।
Comments
Post a Comment